সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক অভিযানে ১৪ মে মঙ্গলবার রাতে ফতুল্লা থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিল ও ১০ পিস নেশা জাতীয় এনজেকশন উদ্ধার করা হয়। ওই সময় ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারও করা হয়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ মামলা সূত্রে জানা যায়, ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ মে রাত সাড়ে ৭টায় মাদক বিরোধী অবিযান চালায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ কুমিল্লা জেলার চান্দিনা থানধীন এলাকার মনির হোসেনের স্ত্রী শিল্পী আক্তার, দেওভোগ এলাকার শাহজাহানের ছেলে শরীফ উদ্দিন ওরফে সোহেল ও মৃত রতন আলীর ছেলে রাজাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, একই রাতে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ পিস নেশা জাতীয় ইনজেকশন (বুপ্রেরনদিন যুক্ত কুপিজেমিক ইনজেকশন) সহ রাজু আহম্মেদ ওরফে রাজাকে গ্রেপ্তার করেছে। রাজা মৃত গোলাম হোসেনের ছেলে।