সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে আড়াইহাজারের মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোনারগাঁয়ের আমগতি এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহান (২৬) ও একই এলাকার আনিস মিয়ার ছেলে উজ্জ্বল (৪০)। আহত হয়েছেন- মিঠু নামে এক মোটরসাইকেল আরোহী।
আহত মিঠু বলেন, আমরা তিনজন মোটরসাইকেলে চড়ে সোনারগাঁ থেকে নরসিংদী পাসপোর্ট অফিসে যাচ্ছিলাম। পথিমধ্যে মোল্লারচরে এলে একটি নসিমন আমাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে আমরা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যাই। এ সময় ঘটনাস্থলে সোহান মারা যায়। পরে উজ্জ্বলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। আমিও সামান্য ব্যাথা পেয়েছি।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘাতক নসিমন সহ চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের স্বজনরা কোন অভিযোগ করেনি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।