সান নারায়ণগঞ্জ
দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে উৎসব মুখর পরিবেশে দিনটি পালন করা হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ক্লাবের হলরুমে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে দিনটি পালন করা হয়।
এসময় দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে ও ইত্তেফাকের বন্দর সংবাদদাতা নাছির উদ্দিনের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এমআর কামাল, মানবজমিনের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, মানবকন্ঠের নাহিদ আজাদ, সিনিয়র সাংবাদিক মোস্তফা করিম, যমুনা টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিথি স্মীথ, কবি জাহাঙ্গীর ডালিম, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহা, সিনিয়র সাংবাদিক আবুল হোসেন প্রমুখ।
এর আগে, সকালে নারায়ণগঞ্জ ব্যুরোর তত্ত্বাবধানে বন্দর প্রেস ক্লাবে আনন্দঘন পরিবেশে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দৈনিক ইত্তেফাকের নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান বাদলের সভাপতিত্বে বন্দর সংবাদাতা নাছির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা প্রমুখ।