সান নারায়ণগঞ্জ
বন্দরের বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সোহরাব মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হাজী সোহরাব মিয়ার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোহরাব মিয়া ফাউন্ডেশন আয়োজিত মেধা বৃত্তি পুরস্কার ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় রুস্তমপুর জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হয়।
মরহুমের কণ্যা ও বিদ্যালয়ের দাতা সদস্য তথা সাবেক সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে মেধা বৃত্তি পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সামিনা নার্গিস, লিপি আক্তার, রাবেয়া ইয়াসমিন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হালিম, মীরকুন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ূব আলী, সহকারি প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, মীকুন্ডি সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, ৪৮নং একরামপুর সরকারি প্রাাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু।
এছাড়া মরহুমের পুত্র মোঃ আবুল বাশারও বক্তব্য রাখেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সোহরাব মিয়া ছিলেন প্রকৃত শিক্ষানুরাগী যিনি শিক্ষা বিস্তারে কাজ করে গেছেন। সোহরাব মিয়ারা কখনো মরেনা, বন্দরের শিক্ষাঙ্গনে সোহরাব মিয়া অমর হয়ে থাকবেন। তিনি একটি দু’টি নয় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নিজ অর্থে গড়ে তুলেছেন। ঈদগাহ, মসজিদ, কবরস্থান সবক্ষেত্রে তার সহযোগিতার হাত প্রসারিত হয়েছে। আমরা তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করি।