সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির এক সময়কার প্রতাপশালী প্রভাবশালী জাদরেল নেতা রোকন উদ্দীন মোল্লাকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করলেন তার পরিবারের লোকজন ও শুভাকাঙ্খীরা। ২০১৪ সালে তার মৃত্যুর পর এভাবে তাকে স্মরণ করেনি বিএনপি কিংবা ব্যক্তিগতভাবে কেউই। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন তিনি।
৮ জানুয়ারী বুধবার দুপুরে উপজেলার রোকন উদ্দিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে বাগবাড়ী কমপ্লেক্সে প্রয়াত রোকন উদ্দীন মোল্লা ও তার সহধর্মিনীর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোকন উদ্দিন মোল্লার মেঝো ছেলে এএন এমডি মহিউদ্দিন মোল্লার পরিচালনায় আরও উপস্থিত ছিলেন এএন মাঈন উদ্দিন মোল্লা, এএন এমডি কুতুব উদ্দিন মোল্লা, এএন এমডি খবিরউদ্দিন মোল্লা, এএন এমডি মাহতাব উদ্দিন মোল্লাসহ প্রয়াত মরহুম রোকন উদ্দিন মোল্লা ও তার সহধর্মিনীর পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে মরহুম রোকন উদ্দিন মোল্লা এর কর্মময় জীবন নিয়ে আলোচনা করে উপস্থিত মেহমানরা। এই অনুষ্ঠানে ১০ হাজার লোকের মেজবানীর আয়োজন করা হয়।
প্রয়াত রোকন উদ্দিন মোল্লা একজন দেশের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি, ধর্ম অনুরাগী, নারী ও ধর্মীয় শিক্ষার অগ্রদূত ছিলেন। তিনি উপজেলা সদরে গার্লস স্কুল, গার্লস ডিগ্রি কলেজ এবং রসুলপুরে ফাজিল মাদ্রাসাসহ বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা করেন। তিনি ২৪ জুলাই ২০১৪ সালে মৃত্যুবরণ করেন।