সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নিয়োগ দেওয়া হয়েছে। ৯ জানুয়ারী বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অর্থ বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে খাগড়াছড়ি, রাজবাড়ীর ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারকে রাজবাড়ীর ডিসি করা হয়েছে।
এর আগে, গত ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা ডিসি হিসেবে বদলি করা হয় এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে মহাব্যবস্থাপক (উপসচিব) জীবন বীমা কর্পোরেশন হিসেবে বদলি করা হয়। কিন্তু ৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল করে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১০ জুলাই মঞ্জুরুল হাফিজের বদলীর পর নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ পান মোহাম্মদ মাহমুদুল হক। একই বছর ২৭ জুলাই থেকে তিনি এ জেলার ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।