সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের নির্দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এবং সন্ত্রাসী চোর ডাকাত ছিনতাইকারী গ্রেপ্তারে কঠোর অবস্থানে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। জেলার সাতটি থানার মধ্যে সদর মডেল থানা পুলিশের সফল অভিযান বেশ জোড়ালো। একের পর এক ছিনতাইকারীদের গ্রেপ্তার করে যাচ্ছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম। এবার আরও ১৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এর আগেও আরও বেশকজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
সদর থানা পুলিশ জানায়- পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের জনসাধারণের জানমালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করে ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।
১৫ মে বুধবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামের দিক নির্দেশনায় থানার এসআই আমিনুল ইসলাম, এসআই সিহাব আহমেদ, এএসআই মোঃ এমরান ভূঁইয়া তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ১৩জন সদস্যকে গ্রেপ্তার করেছেন।
ছিনতাই চক্রের সদস্যরা হলো- মোঃ কাউছার, মোঃ পাখি, মোঃ আল আমিন মিয়া, মোঃ শফিক, রিমন, সোহেল, মিঠু, নজরুল ইসলাম, দুলাল কৃষ্ণ সাহা, আসাদ, রিপন, বাবু ও সোহেল।
১৬ মে বৃহস্পতিবার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম এসব ছিনতাইকারীদের গ্রেপ্তারের বিষয়টি জানান। তিনি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শহরে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছিনতাই চক্রের ১৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।