সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ ও সহকারী অধ্যাপককে বিদায়ী সংবর্ধনা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজের শ্রেণীকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষার্থী মতবিনিময় সভা এবং সদ্য বিদায়ী অধ্যক্ষ ও সহকারী অধ্যাপকের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজের মুক্তমঞ্চে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রফেসর আশরাফুজ্জামান এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কালিদাস সরকার।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি কলেজের নবাগত অধ্যক্ষ মোঃ আবুল কালাম বলেন, আমি জানুয়ারি মাসের ৮ তারিখে এই কলেজে যোগদান করেছি। আমি এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী। এই শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মিলিত ভাবে গড়ে তুলতে চাই। এজন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ আশরাফুজ্জামান বলেন, আমি ১৯৯২ইং সনে মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করি, পরবর্তী সময়ে ২০০৬ইং সনে অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পাই এবং ২০২৪ইং সনের ৩১ ডিসেম্বর পর্যন্ত সফলতার সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করি। যোগদান করার সময় কলেজটিতে মাত্র একটি ভবন ছিল, পর্যায়ক্রমে বিজ্ঞান ভবন, আইসিটি ভবন ও অনার্স ভবন নির্মিত হয়েছে, পূর্বের চেয়ে শিক্ষার মানোন্নয়ন বহুগুণে বৃদ্ধি পেয়েছে, যার পিছনে আমার অনেক অবদান রয়েছে। আমি কলেজের সার্বিক সাফল্য কামনা করছি। আমি ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সোনারগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুজ্জামান অদ্য ৯ জানুয়ারী-২৫ইং তারিখে স্ব-সম্মানে কলেজ থেকে বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ।

বিদায়ী সহকারী অধ্যাপক কালিদাস সরকার বলেন, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে, পড়ালেখায় মনোযোগ দিতে হবে, তবেই ভালো ফলাফল অর্জন করতে পারবে। কলেজে শিক্ষকতাকালীন সময়টা শিক্ষার্থী ও সহকর্মীদের সাথে অনেক আনন্দে কেটেছে, কিন্তু গত ১ আগষ্ট থেকে অবসরে গিয়েছি, প্রতিটা মুহুর্ত আমার অনেক কষ্টে কাটছে, মিস করছি সবাইকে, এই কলেজের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি, চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও সরকারি কলেজের প্রভাষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, কলেজের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজি নজরুল ইসলাম টিটু, বিএনপি নেতা শাহজাহান মেম্বার, সাফির উদ্দিন মজনু, কলেজ গভর্নিংবডির সাবেক সদস্য ইদ্রিস আলী, আশরাফ কবির, সোনারগাঁও সিকা’র সভাপতি কামাল মোল্লা, সাধারণ সম্পাদক সেকান্দার আলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

অনুষ্ঠানে সোনারগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুজ্জামানের বিদায় উপলক্ষে শিক্ষক পরিষদ বিদায় সংবর্ধনা জানান। তারা বলেন, আজ এক গভীর শ্রদ্ধা ও ভালবাসার সঙ্গে আমরা আপনাকে বিদায় জানাতে এসেছি। সোনারগাঁও সরকারি কলেজের মানোন্নয়ন ও শিক্ষার ক্ষেত্রে আপনার অসাধারণ অবদান আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। “যেতে নাহি দিব”, হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।

আপনার বহুমুখী প্রতিভা, অভিজ্ঞতা ও বিচক্ষণ নেতৃত্বে এই প্রতিষ্ঠান একটি নতুন মাত্রা পেয়েছে। বিশেষত, আপনার মনোবিজ্ঞান বিষয়ের শিক্ষনের অনন্য দক্ষতা আমাদের শিক্ষার্থীদের মনের গভীরে জ্ঞানের আলো ছড়িয়েছে। আপনার শিখন পদ্ধতি ও মানবিক দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের শুধু বিদ্যা অর্জনের পথ দেখায়নি, তাদের জীবন গড়ার প্রেরণাও দিয়েছে। আপনার বিদায় জানাতে আজ আমরা ভাষাহীন, নির্বাক। আপনার সুখ সমৃদ্ধ ও কল্যাণকন দীর্ঘজীবন কামনা করছি।