সোনারগাঁও পৌরসভার বিভিন্ন এলাকায় কম্বল বিতরণে মান্নান ও মোশারফ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

‘জিয়ার আদর্শে দেশ গড়ি, মানব কল্যাণে কাজ করি’ এই স্লোগানকে সামনে রেখে লাহাপাড়া যুব সমাজ এবং সোনারগাঁও পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ ছাড়াও একই দিন সোনারগাঁও পৌরসভার ১, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বারের সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্তিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম -সম্পাদক ও সনমান্দি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মোহাম্মদ শাফির উদ্দিন মজনু, বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম সরকার সহ অন্যান্যদের মাঝে আরো উপস্তিত ছিলেন সোনারগাঁও পৌরসভা বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।