’এনায়েতনগরে বিএনপির নাম ব্যবহার করে দখলবাজি, চাঁদাবাজি সন্ত্রাসী করছে’

সান নারায়ণগঞ্জ

বিএনপির নাম ভেঙে কেউ সন্ত্রাসী ও চাঁদাবাজি করলে তাকে কোনোভাবে ছাড় দেয়া হবেনা বলে কঠোর হুশিয়ারী দিয়েছে ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ।

তিনি বলেন, স্বৈরাচারী হাসিনার পতনের পর ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নে বিএনপির নাম ব্যবহার করে অনেকে লুটপাট, দখলবাজি, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াচ্ছে। এতে দলের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দেয়া সত্বেও দলের লোকজন কোন ধরনের কর্ণপাত করছে না। তারেক রহমানের নির্দেশ অমান্য করে কেউ সন্ত্রাসী ও চাঁদাবাজি করে কোন ধরনের সমস্যায় পড়ে থাকে দলীয় ভাবে তার দায়ভার নিবে না। এমনকি তারেক রহমানের হুকুম পালন করতে না পারলে তার বিএনপি রাজনীতি করার অধিকার নাই।

১১ জানুয়ারী শনিবার বিকালে এক বার্তায় বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ এমন হুশিয়ারী দিয়েছেন।

তিনি আরো বলেন, বিএনপির রাজনীতি করতে গিয়ে দীর্ঘ ১৭ বছর সৈরাচার হাসিনা সরকারের আমলে হামলা মামলার শিকার হতে হয়েছে। ঠিকমত স্ত্রী সন্তান নিয়ে বাসায় ঘুমাতে পারি নাই। পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতে হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর সৈরাচার হাসিনার পতনের হওয়ার সুবাধে শান্তিতে চলা ফেরা করতে পারছি এবং স্ত্রী সন্তান নিয়ে বাসায় ঘুমাতে পারছি। তাই বলে দলের নাম ব্যবহার করে সন্ত্রাসী ও চাঁদাবাজি করতে হবে নাকি। বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই। তার পরও এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনেকে বিএনপির নাম ভেঙে সন্ত্রাসী ও চাঁদাবাজি জবরদখল করছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এখনো সময় আছে তারেক রহমানের নির্দেশ মেনে রাজনীতি করেন। নতুবা পরিনাম ভাল হবে না।

তিনি আরো বলেন, বিএনপি একটি শান্তিপ্রিয় দল। এই শান্তিপ্রিয় দলকে কেউ অশান্তিতে পরিনত করার চেষ্টা করবে না। তারেক রহমান অশান্তিকারীদের ছাড় দিবে না। আওয়ামী লীগের মত হওয়ার কেউ চেষ্টা করবে না।

শাহাদাত হোসেন শাহাদুল্লাহ আরো বলেন, এনায়েতনগর ইউনিয়ন অনেকে জাকির খানের লোক পরিচয় দিয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজি করছে। প্রতিদিনই কিছু না কিছু সংবাদ আমাদের কানে আসছে। আমি তাদেরকেও সাবধান করে বলতে চাই, জাকির খান সন্ত্রাস ও চাঁদাবাজদের কোন প্রকার আশ্রয় প্রশ্রয় দিবে না। কেউ যদি মনে করে থাকেন জাকির খানের নাম ভেঙে সন্ত্রাসী ও চাঁদাবাজি করবেন তাহলে ভুল করবেন। কোন সন্ত্রাস ও চাঁদাবাজের স্থান জাকির খানের কাছে নাই। তাই ভুল করেও জাকির খানের নাম ভেঙে কেউ সন্ত্রাসী ও চাঁদাবাজি করার চেষ্টা না করার আহবান করা হলো।