জেলা ছাত্রদল নেতা রওনকের পিতার ইন্তেকাল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাইমুর রওনক খানের পিতা আব্দুস সোবহান খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

১২ জানুয়ারী রোববার বাদ মাগরিব দেলপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার মরহুমের জানাজা ফতুল্লা দেলপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কবরস্থানে সমাহিত করা হয়।

মরহুমের জানাজায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহন শেষে মরহুম আব্দুস সোবহান খানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্যযে, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাইমুর রওনক খান ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ৫ই আগস্ট যাত্রাবাড়ীতে আওয়ামীলীগ ও পুলিশ বাহিনীর হামলার শিকার হয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন।