কাশিপুরবাসীর সেবামূলক কর্মকান্ডে দিনভর ইউএনও নাহিদা বারিক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ উপজেলার কাশিপুর ইউনিয়ন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। একই দিন তিনি কাশিপুর ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন। দিনভর তিনি কঠোর পরিশ্রম করেছেন ওই ইউনিয়ন এলাকায়। কথা বলেছেন মানুষের সঙ্গে।

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে নাহিদা বারিক যোগদানের পর উপজেলার প্রতিটি এলাকার উন্নয়নমূলক কাজকার্যক্রম সরেজমিনে গিয়ে পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছেন। সরকারী বরাদ্ধকৃত উন্নয়নমূলক কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যার প্রথমেই কাশিপুর ইউনিয়নের ৪০দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের কাজের পরিদর্শনে যান ইউএনও নাহিদা বারিক। সেখানে গিয়ে প্রকল্পের কাজের দৃশ্যমান দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

১৬ মে বৃহস্পতিবার দুপুরে কাশিপুর ইউনিয়নের মধ্যনরসিংপুর ও চরকাশিপুর এলাকায় গিয়ে প্রকল্পের কাজ পরিদর্শন করেন এবং সাধারণ শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এর আগে কাশিপুরে তিনি ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি কাশিপুর ইউনিয়নে সময় কাটান।
জানাগেছে, ইউএনও নাহিদা বারিক ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের পরিদর্শন করতে গিয়ে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলকে ছাড়া তিনি একাই কাজের শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং নানা বিষয় নিয়ে আলোচনা করেন। শ্রমিককে সঠিক সময় এবং সরকারের বরাদ্ধকৃত টাকা দেয়া হয় কিনা তাও জানতে চায়।

এসময় শ্রমিকরা ইউএনও নাহিদা বারিকের কথার জবাবে শ্রমিকেরা ইউএনওকে জানান, আমাদের অনেকে কাজের আগে চেয়ারম্যান সাইফুল্লাহ বাদলের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে নেয়। চেয়ারম্যান বাদল বড় মনের মানুষ, ওনার অধীনে কাজ করতে পেরে শ্রমিকেরা। শ্রমিকদের এমন কথা শুনে চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউএনও।

এর আগে সকালে সদর উপজেলার নির্বাহী অফিসার হিসাবে নাহিদা বারিক যোগদানের পর এবার প্রথম কাশিপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। তিনি পরিষদের বিভিন্ন কাজের আলাদা আলাদা রেজিস্ট্রার খাতা দেখেও সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে আলোচনা করে জনগণের সেবা প্রদানে নানা পরামর্শ দেন।

এরপর কাশিপুর ইউনিয়ন পরিষদে দরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করেন নাহিদা বারিক।

এর আগে এ ছাড়াও কাশীপুর ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০১৯ এর ছবি তোলার কাজের উদ্বোধন করা হয়। উক্ত কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা নির্বাচন অফিসার সহ উক্ত কাজে সংশ্লিষ্টদের প্রতি মহিলা, মুক্তিযোদ্ধা ও বয়স্কদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করার পরামর্শ প্রদান করেন।

পরবর্তীতে সংশোধনের বিড়মন্বনা এড়াতে জেনে বুঝে সঠিক তথ্য প্রদান করে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করার জন্য উপস্থিত জনসাধারণের প্রতি নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনে এসে ইউএনও নাহিদা বারিক বলেন, ‘নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়নমূলক কাজের বিষয় নিয়ে পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। জনগণের সঙ্গে খোলামেলা কথা বলার চেষ্টা করবো। প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিরা যেন সরকারী বরাদ্ধ উন্নয়নমূলক কাজগুলো সঠিকভাবে করে তা খতিয়ে দেখা হবে। আমি চাই চেয়ারম্যান মেম্বারগণ সাধারণ জনগণের সাথে মিলে মিশে কাজ করবেন। এটাই তাদের কাছ থেকে প্রত্যাশা করছি।’