বন্দরে মাকসুদ চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থে ব্রিজ নির্মাণে জনভোগান্তি লাঘব

সান নারায়ণগঞ্জ

বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়নের চাঁনপুরে জনভোগান্তি লাঘবে ও স্থানীয়দের চলাচলের সুবিধার্থে বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেনের ব্যক্তিগত অর্থায়ণে একটি ব্রিজ নির্মাণ করে দেয়া হয়েছে।

১৯ জানুয়ারি রবিবার বাদ আসর স্থানীয়দের অনুরোধে বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ সেখানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে উক্ত ব্রিজের উদ্বোধন করেছেন।