ফতুল্লার কাশিপুরে কেক কেটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া এবং কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

১৯ জানুয়ারী রবিবার রাতে কাশিপুর উত্তর নরসিংপুর এলাকাস্থ বিএনপির কার্যালয়ে জিয়াউর রহমান জন্মবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল উদ্দিন বেপারী, জেলা মৎসজীবি দলের সহসভাপতি ফজলুর রহমান ফজলু, ৩নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক রাজা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া জাকির, কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মুকুল, ফতুল্লা থানা মৎসজীবি দলের সাংগঠনিক সম্পাদক, ফয়সাল বেপারী, কাশিপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মামুন, সহসভাপতি রিয়াদ, বিএনপি নেতা নুর আলম, ইমান হোসেন, আবুল হোসেন, আব্দুস সালান, যুবদল নেতা হৃদয়, রোমেল, রাসেল, মেহেদী, শুক্কুর আলী, ছাত্রদল নেতা হানজালা প্রমুখ।