সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যােগে সনমান্দী ইউনিয়নের ১ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
২২ জানুয়ারী বুধবার সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া করেন।
সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দিন মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, বিশেষ সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শারজাহান মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম, সোনারগাঁও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, সোনারগাঁও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী সুমন, সনমান্দী ইউনিয়ন যুবদলের আহবায়ক রেজাউল খন্দকার, শ্রমিক দলের আহবায়ক সালাউদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিক, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি রূপ চাঁন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কালাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, বিএনপি নেতা মোহন, ইকবাল, মাসুম, কবির, আলামিন, হাবিবুল্লাহ, সুমন, মহসিন, তারা মিয়া, জাকির, রফিকুল, আতাউর খান, তারেক, সোহেল, কামাল, জামাল সহ সনমান্দী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।