আড়াইহাজারে যুবদল নেতার চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদাবাজীর প্রতিবাদে যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২২ জানুয়ারী বুধবার বিকেল উপজেলার হাইজাদী ইউনিয়নের খন্দকার কলাগাছিয়া এলাকার তিলচন্দী বাজারে এ মানববন্ধন করেছে নিরীহ এলাকাবাসী। মানববন্ধন শেষে এলাকাবাসী তিলচন্দী বাজারে বিক্ষোভ মিছিল করে।

জানাগেছে, হাইজাদী ইউনিয়নের যুবদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান রানা ও তার সহযোগী মনছুর, ফারুক এবং নজরুল একই এলাকার রাজু নামের এক ব্যক্তির জায়গায় মাটি ভরাট করার সময় সোমবার মাটি বহনকারী ট্রাক চালকের কাছে চাঁদা দাবী করে। চাঁদা দিতে রাজী না হওয়ায় মনছুর ট্রাক চালকের গাড়ীর চাবি কেড়ে নেয়। ফলে ওই গ্রুপটির সাথে ট্রাক চালক এবং মাটির মালিক পক্ষের সহিত হাতাহাতির ঘটনা ঘটে। এতে এলাকাবাসি হয়ে ক্ষিপ্ত হয়ে উঠে।

রাজু জানায়, এ গ্রুপটি এলাকায় যত্রতত্র চাঁদা দাবী এবং সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়ায়। তাদের কথা অনুযায়ি চাঁদা না দিলে এবং এলাকায় তাদের কর্তৃত্ব মেনে না নিলেই তারা যাকে তাকে মারধর করে এবং মিথ্যা মামলায় গ্রেপ্তার করিয়ে জেল খাটানো এবং প্রাণ নাশের হুমকী দেয়। নীরিহ এলাকাবাসি এ অবস্থা থেকে পরিত্রানের জন্য চাঁদাবাজদের গ্রেপ্তারের জোর দাবী জানান প্রশাসনের নিকট।