ফতুল্লায় ইন্টারনেটের তাঁর চুরির দায়ে নুরা ও রিপন গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মুসলিমগরে এ-ওয়ান কোম্পানির ইন্টারনেট ব্যবসার ক্ষতি করতে রাতের আধারে তাঁর সহ বিভিন্ন যন্ত্রনাংশ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নুরা- রিপন গংদের বিরুদ্ধে। এতে প্রতিবাদ করতে গেলে তারা কোম্পানির ইনচার্জ আরিফকে হত্যার হুমকি সহ নানা ধরনের ভয়ভীতি দেখিয়েছে বলেও অভিযোগ ওঠেছে।

২০ জানুয়ারী এ-ওয়ান কোম্পানির ইনচার্জ আরিফ হোসেন বাদী হয়ে নুরা ও রিপন গংদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে, বেশ কয়েকদিন ধরে ফতুল্লার মুসলিমনগর সহ আশেপাশের এলাকায় ইন্টারনেটের ক্যাবল, কেট-৫ তাঁর এবং ডিভাইসসহ বিভিন্ন ধরনের যন্ত্রণাংশ চুরি হয়। রাতের আধারে বিভিন্ন স্থানের মালামাল চুরি হওয়ার ফলে ইন্টারনেট ব্যবসার ব্যাঘাত ঘটে। চুরি হওয়ার কারণ খুজে না পেয়ে রাস্তায় লাগানো সিসি ক্যামেরা ফুটেজ দেখে চোরদের সনাক্ত করা হয়।

পরে এ-ওয়ান কোম্পানির ইনচার্জ আরিফ হোসেন ১৫ জানুয়ারী চোরদের সনাক্ত করে নবীনগর এলাকার নুরা, কাশিপুরের রিপন, মুসলিমনগরের শুভর কাছে কোম্পানির ইন্টারনেটের ক্যাবল, কেট-৫ তাঁর সহ বিভিন্ন যন্ত্রণাংশ চুরি করে নিয়ে যাওয়ার কারণ জানতে চায়। এতে করে তারা আরিফের প্রতি ক্ষিপ্ত হয়ে মারধর করতে তেড়ে উঠে।

এক পর্যায়ে আসামীরা আরিফকে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করে এবং হত্যার হুমকি দেয়। এমনকি আরিফের সাথে থাকা কর্মচারীদের মারধর করে আহত করে। এলাকার বিশৃঙ্খলাকারী নুরা, রিপন, শুভ সহ আরো কয়েকজনের আইনগত ব্যবস্থা নিতে যৌথ বাহিনী জরুরী হস্তক্ষেপ কামনা করছে এ-ওয়ান কোম্পানির কর্তৃপক্ষ সহ কোম্পানির ইনচার্জ আরিফ হোসেন।

ফতুল্লা মডেল থানার এসআই আবুল বাশার স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।