কোকোর মৃত্যুবার্ষিকী: সোনারগাঁয়ে মান্নান ও মোশারফের কম্বল বিতরণ ও দোয়া

সান নারায়ণগঞ্জ

২৪শে জানুয়ারী মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলা বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সামনে এই দোয়া ও মিলাদ মাহফিল এবং শীতার্তদের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় মিলাদ ও দোয়া এবং কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নিবাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নাসিরউদ্দীন, সোনারগাঁও পৌর বিএনপি সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁও উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি মরিরুজ্জামান, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শামীম, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, নারায়ণগজ্ঞ জেলা সেচ্ছেসবেক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, সোনারগাঁ উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলু মেম্বার, সদস্য সচিব বাবুল হোসেন।

এ ছাড়াও যুবদল নেতা রাকিব হাসান, নোবেল মীর, শম্ভপুরা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ইকবাল, আঃ রহিম, আঃ খালেক, সফিউল্লাহ, আবুল সরকার, শম্ভপুরা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহজালাল, বিএনপি নেতা কায়সার, জুয়েল, গফুর, সোহেল ভান্ডারি, আল ইসলাম, ফখরুউদিন, আলামিন, বেনিয়াম, নিজাম, ফজলুল করিম, শাহজালাল, তরিকুল সহ শম্ভপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।