রূপগঞ্জে ডন সেলিমের বিরুদ্ধে তারাবো পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বিভিন্ন কর্মকাণ্ডে আলোচিত সমালোচিত সেলিম প্রধান ওরফে ডন সেলিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে তারাবো পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মরা। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে ডন সেলিমের গ্রেপ্তার দাবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে সম্প্রতি ডন সেলিমের বিরুদ্ধে রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দল কর্মসূচি পালন করতে গেলে সেখানে ডন সেলিমের বাহিনীর লোকজন হামলা চালায়।

ওই ঘটনার প্রতিবাদে ও আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অনুপ্রবেশের প্রতিবাদে তারাব পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি-তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক-হাফিজুর রহমান ভূঁইয়া পিন্টু, তারাব পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজাল কবির, যুগ্ম আহ্বায়ক হাজী বাবুল, সেচ্ছাসেবক দলের আহবায়ক আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান মীর, ছাত্রদলের সাবেক আহবায়ক রাজীব আহমেদ, সদস্য সচিব নাবির প্রধান, জাসাস সভাপতি রনি মিয়াসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।