আশরাফ ভুঁইয়ার বহিষ্কার প্রত্যাহার দাবিতে রাজপথে সোনারগাঁও উপজেলা যুবদল

সান নারায়ণগঞ্জ

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পূর্বে বিগত আওয়ামীলীগ সরকার আমলে বিএনপির সকল কর্মসূচিতে রাজপথে অগ্রভাগে ছিলেন সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া। রাজপথে নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন তিনি। সোনারগাঁও থেকে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে ঢাকার রাজপথে কঠিন সময়ে নেতাকর্মীদের নিয়ে রাজপথে কাটিয়েছেন আশরাফ ভুঁইয়া। বছরের বেশির ভাগ সময় ছিলেন বাড়িছাড়া, আত্মগোপনে।

উপজেলা যুবদলের আহ্বায়কের অনুপুস্থিতিতেও সোনারগাঁও উপজেলা যুবদলের রাজপথের নেতাকর্মীদের অভিভাবক হয়ে ওঠেন আশরাফ ভুঁইয়া। সেই আশরাফ ভুঁইয়াকে কোনো রকম যাচাই বাছাই ছাড়া কিংবা কোনো রকম নোটিশ না দিয়ে শুধুমাত্র মিডিয়ার খবরের ‍উপর ভর করে সরাসরি বহিষ্কার করে দেয় কেন্দ্রীয় যুবদল।

যে কারনে ত্যাগী নির্যাতিত এই নেতার বহিষ্কার মেনে নিতে পারছেনা সোনারগাঁয়ের যুবদলের হাজারো নেতাকর্মীরা। নেতার বহিষ্কার প্রত্যাহার জানিয়ে কেন্দ্রীয় যুবদলের প্রতি নেতাকর্মীরা জানিয়েছে আকুতি মিনতি। নেতার বহিষ্কার প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবিতে নেতাকর্মীরা রাজপথে নেমে আবারো শ্লোগান তুলেছেন দলের পক্ষে, নেতার পক্ষে। সেই শ্লোগানে নেতার বহিষ্কার প্রত্যাহারের দাবি তুলেছেন জোরালোভাবে।

৩১ জানুয়ারী শুক্রবার বিকেলে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাসস্টান্ড বস্তল এলাকায় কয়েক হাজার যুবদলের নেতাকর্মীরা গণজমায়েত হয়ে ও সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়ার বহিষ্কার প্রত্যাহার দাবিতে মানবন্ধন করেন। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে আশরাফ ভুঁইয়ার বহিষ্কার প্রত্যাহার দাবিতে শ্লোগানে শ্লোগানে মানববন্ধনস্থলে জমায়েত হোন।

মানববন্ধনে কেন্দ্রীয় যুবদলের নেতাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শণ করে যুবদলের উপজেলা পর্যায়ের নেতারা বলেছেন, বিএনপির দুঃসময়ের একজন পরীক্ষিত রাজপথের ত্যাগী নেতা আশরাফ ভুইঁয়াকে বহিষ্কার করার বিষয়টি সোনারগাঁও উপজেলা যুবদলের নেতাকর্মীরা মেনে নিতে পারছেনা। স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে বিগত সাড়ে ১৫ বছর রাজপথে অগ্রণী ভুমিকা রেখেছেন আশরাফ ভুঁইয়া। রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন। অথচ সেই আশরাফ ভুঁইয়াকে বহিষ্কার করায় উপজেলা যুবদলের নেতাকর্মীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বক্তারা আরো বলেন, যিনি সব সময় দলের জন্য আন্দোলন সংগ্রাম করে গেছেন, রাজপথে ছিলেন জেল খেটেছেন দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আজ তার মত একজন ত্যাগী নেতাকে কোনো যাচাই বাছাই না করেই বহিষ্কারের আদেশ দেন এটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। সোনারগাঁয়ে দলে এখন নব্য বিএনপিদের আগমন ঘটছে, নব্য বিএনপিদের ভিড়ে ত্যাগীরা মুল্যায়ন পাচ্ছে না। তাই কেন্দ্রীয় কমিটির কাছে আমাদের একটাই আবেদন অবিলম্বে আশরাফ ভূঁইয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে যেন পুণরায় তার স্বপদে বহাল রেখে যুবদলকে আরো সামনে এগিয়ে নেয়ার সুযোগ করে দিন। আমরা ত্যাগী নির্যাতিত নেতার পাশে দাঁড়িয়েছি। দাবি একটাই আশরাফ ভুঁইয়ার বহিষ্কার প্রত্যাহার চাই।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সামসুল আলম, উপজেলা যুবদলের আহবায়ক সদস্য ও সনমান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খন্দকার রেজাউল হক, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কাউছার হামিদ, উপজেলা যুবদলের আহবায়ক সদস্য আল আমিন মোল্লা, জামপুর ইউনিয়ন যুবদলের সদস্য আবু মুসা, সাদিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পরশ আহমেদ, সনমান্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ, জামপুর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়াসিম মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।