ভোট প্রার্থনায় মাঠে চষে বেড়াচ্ছে স্বতন্ত্র হোসিয়ারি মালিক ঐক্য ফোরামের প্রার্থীরা

সান নারায়ণগঞ্জ

আগামী ৩ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচনের ভোট গ্রহণ।

৩০ জানুয়ারী বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন হোসিয়ারী দোকান মালিকদের দোকানে ভোট প্রার্থনায় ব্যস্তসময় পার করতে দেখা গেছে শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপনের নেতৃত্বে ঐক্য ফোরাম প্যানেলের সাধারণ গ্রুপের পরিচালক পদপ্রার্থী ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থীগণ।

শেষ মুহুর্তে ভোটারদের মন আকৃষ্ট করতে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাইছেন স্বতন্ত্র হোশিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনীত প্যানেলের সাধারণ গ্রুপের পরিচালক পদপ্রার্থী ও এসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থীরা।

স্বতন্ত্র ঐক্য হোসিয়ারি মালিক ঐক্য ফোরামের প্রার্থীরা হলেন, সাধারণ গ্রুপের ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নাজমুল হক, লুৎফর রহমান ফকির, বাবুল চন্দ্র দাস, সুশান্ত পাল চৌধুরী, মোঃ আওলাদ হোসেন, মোঃ আবুল বাশার বাসেত, মোঃ দিদার খন্দকার, এসোসিয়েট গ্রুপের পরিচালক প্রার্থী মাসুদ রানা, নারায়ণ চন্দ্র মজুমদার, মোক্তার হোসেন, মাসুম মোল্লা, ফারুক আহম্মেদ, ইবনে মোঃ আল কাওছার, আনোয়ার হোসেন, আল আমিন প্রধান।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ সহ অসংখ্য নেতৃবৃন্দ।