দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:
নারায়ণগঞ্জের ফতুল্লার শিল্পনগরী বিসিকে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের ২০১৮-২০ সনের নির্বাচনে মোঃ সেলিম সারোয়ারকে সভাপতি করে ২১ সদস্যের কমিটি নির্বাচিত করা হয়েছে। বুধবার (৫ডিসেম্বর) বিকেলে এসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম এসোসিয়েশনের সম্মেলন কক্ষে আনন্দঘন পরিবেশে এ কমিটি ঘোষণা করেন।
এদিকে ৬ বছর পর বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের নতুন কমিটির নির্বাচন তফসিল ঘোষণার পর সেলিম সারোয়ার প্যানেল মনোনয়নপত্র দাখিল করায় তাদেরকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম। কমিটি ঘোষণা করার পর পূর্বের কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার, সহ-সভাপতি রকিবুল হাসান রাব্বি, নিজাম মুন্সি, সহ-সভাপতি (অর্থ) মাহবুবু উল আনোয়ার, পরিচালক আবু বক্কর সিদ্দিক আবুল, গোলাম মাওলা, জাহিদুল আলম, খায়রুল ইসলাম, জাকির হোসেন, আলী রেজা, মজিবুর রহমান, আকবর হোসেন, সাহারীয়া জুয়েল, এনামুল হাকিম, বশির আহমেদ, কোরাইশ মল্লিক, নূরুল ইসলাম, শ্রী নির্মুল চন্দ্র রায়, আবু জাকির হাওলাদার ও আবু সাঈদকে নির্বাচিত করা হয়। কমিটি ঘোষণার পর ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম এসোসিয়েশনের মঙ্গল কামনা করে বলেন, শিল্প রক্ষা করতে সকল ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সংগঠনের সাবেক সভাপতি শামীম চৌধুরী বলেন, দীর্ঘ ৬ বছর বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। সংগঠনের নতুন দায়িত্বকারীদের সর্বাধিকভাবে আমি সহযোগিতা করে যাবো এবং সকল ব্যবসায়ীরা যাতে সংগঠনকে গতিশীল করতে সহযোগিতা করেন সবার প্রতি আহবান করেন তিনি।
সংগঠনের নব-নির্বাচিত সভাপতি সেলিম সারোয়ার বলেন, সবাইকে নিয়ে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনকে শক্তিশালী করতে কাজ করে যাবো। এছাড়া নিটিং ব্যবসা যাতে আরো গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।