বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য সিরাজুল হকের মরদেহে ‘গার্ড অব অনার’

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. সিরাজুল হকের মরদেহে গার্ড অব অনার জানানো হয়েছে। ৩ ফেব্রুয়ারী সোমবার বিকেলে নারায়ণগঞ্জ নগরীর পশ্চিম দেওভোগ ব্যাপারীপাড়া এলাকায় গার্ড অব অনার জানানো হয়।

এর আগে, রবিবার রাতে বুকে ব্যাথা অনুভব করলে সিরাজুল হককে নগরীর ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে সোমবার বাদ জোহর শহরের আদর্শ গ্রামের নিরালা বাইতুল আমান জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গার্ড অন অনার শেষে পাইকপাড়া বড় কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান নূর বলেন, বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।

মরহুমের মেজ ছেলে ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম আহমেদ ডালিম বলেন, আমার বাবা ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের ২ নম্বর সেক্টর থেকে যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালে সেনাবাহিনীতে যোগদান করে সার্জেন্ট পদে দায়িত্বপালন শেষে, ১৯৮৬ সালে অবসর নেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেন। ৭২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করে। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে নিয়ে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ তাতীপাড়া এলাকায় বসবাস করতেন।