রূপগঞ্জে ছাত্রলীগের ১০ নেতা গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকে রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ ফেব্রুয়ারী সোমবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা সবাই নরসিংদীর বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতা।

গ্রেপ্তার হলেন- নরসিংদীর শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফাজায়েল ভূঁইয়া রয়েল (২৫), পলাশ উপজেলার জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আকন্দ (২৮), একই উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (৩০), পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান (২৫), পলাশ উপজেলা ছাত্রলীগের সদস্য মো. রাজু মিয়া (৩১), শিবপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ফরহাদ আফ্রাদ (১৮), মনোহরদী উপজেলা ছাত্রলীগের সদস্য জাহিদ মোল্লা (২৪), মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মনির (২৮), পলাশ উপজেলা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম (২৬) এবং বেলাব ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক ভূঁইয়া (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় একটি হাইয়েস গাড়ি থেকে তাদের গ্রেফতার করে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে জানান, সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছে ব্যানার, ফেস্টুন এবং লিফলেট উদ্ধার করা হয়। তারা কি কারণে এগুলো নিয়ে এসেছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তারদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়ে।