বন্দরের মদনগঞ্জ শান্তিনগরে সাবেক এমপি আবুল কালাম

সান নারায়ণগঞ্জ

বন্দরের শান্তিনগর এলাকায় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ৭ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০টায় শান্তিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে সুন্নতে খাৎনা অনুষ্ঠিত হয়েছে।

সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম।

অনুষ্ঠানে তিনি বলেন, “মদনগঞ্জ শান্তিনগর আমার প্রিয় একটি এলাকা। শান্তিনগরকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। এ ছাড়াও শান্তিনগর এলাকার সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আমি শান্তিনগর এলাকার সাফল্য ও মঙ্গল কামনা করছি।”

শান্তিনগর এলাকার সমাজ সেবক মো. সেলিম মাদবর মোল্লা সভাপতিত্বে সুন্নতে খাৎনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউছার আশা, আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট সাজিকুল ইসলাম মোল্লা, ১৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফারুক চৌধুরী, বিএনপি নেতা আল মামুন, মহানগর বিএনপি নেতা মো. দিদার খন্দকার, শান্তিনগর বাইতুল মামুর জামে মসজিদ কমিটি সভাপতি হাজী মো. মোশারফ হোসেন, বিএনপি নেতা হাজী মো. জামান খাঁসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সুন্নতে খাৎনা অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমাজ সেবক মো. শাহআলম, মিল্লাত হোসেন পাভেল ও তাদের বন্ধু মহলসহ শান্তিনগর নব সংগঠনের নেতৃবৃন্দ।