স্বপন ও নোবেলের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি সোনারগাঁ উপজেলা যুবদলের শ্রদ্ধা

সান নারায়ণঞ্জ

অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সোনারগাঁও উপজেলা যুবদলের নেতাকর্মীরা। ২১ ফেব্রুয়ারী শুক্রবার সকালে উপজেলা চত্ত্বরে নির্মিত শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জানায় উপজেলা যুবদল।

এর আগে উপজেলার পানাম নগরী এলাকা থেকে জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসিন নোবেলের নেতৃত্বে একটি শোক র‌্যালী বের করা হয়। শোক র‌্যালীটি উপজেলা চত্ত্বরে এসে শেষ করে শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদনকালে নেতারা বিভিন্ন স্লোগান দেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, আশরাফ মোল্লা, যুবদল নেতা আতাউর রহমান আপেল, মামুনুর রশীদ পাপ্পু, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন উর রশিদ মিঠু, যুবদল নেতা বাবুল হোসেন বিজয়, দেলোয়ার হোসেন দুলু, হাবিবুর রহমান, রবিউল ইসলাম, হারুনুর রশিদ, রাসেল আহমেদ, কামাল হোসেন প্রমুখ।