‘সপরিবারে শামীম ওসমানকে পালাতে সহযোগীতা করেছে বিএনপি নেতা’

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের পলাতক সাবেক এমপি শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের পালাতে সহযোগীতা করেছে বিএনপি নেতা- এমন অভিযোগ তুলে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার দিকে ইঙ্গিত করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘গডফাদার শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের দেশ ছেড়ে পালাতে বিএনপির লোকজন সহযোগিতা করেছে বলে দাবি করেছেন তিনি। ২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গনে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে রাব্বী এ মন্তব্য করেন।

ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেন, “গডফাদার শামীম ওসমান দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু শামীম ওসমান ও তার পরিবারের লোকজনকে পালাতে সাহায্য করলো কে? আমরা দেখলাম, শামীম ওসমানকে পালাতে সাহায্য করেছে বিএনপির লোকজন। এই দেশের বর্ডার অতিক্রম করে তাকে ভারতে পালিয়ে যেতে দিয়েছে।

দিপু ভুঁইয়াকে ইঙ্গিত করে রাব্বী বলেন, বিএনপির যেই নেতা এই খুনি পরিবারকে দেশের বাহিরে যেতে সাহায্য করেছে, আমরা দেখলাম বিএনপি থেকে তাকে পুরুস্কৃত করে জেলা কমিটির বড় নেতা বানিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “তিনদিন আগে বন্দরে স্থানীয় বিএনপি নেতার বাড়ি থেকে আওয়ামী লীগের এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করে। কারা তাদের রক্ষা করছে? এই খুন-খারাবির সাথে আওয়ামী ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল, সবাই দেশ ছেড়ে পালায় নাই। অনেককেই বিএনপি তাদের ছত্রছায়ায় নিরাপত্তা দিয়ে যাচ্ছে।”

‘ফ্যাসিবাদের দোসরদের শেল্টার দেওয়া’ বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আপনারা ১৬-১৭ বছর ক্ষমতার বাহিরে ছিলেন, এখন বিভিন্ন কথা বলছেন। আপনাদের আন্দোলন-সংগ্রাম আমরা স্মরণ করি, যদিও নারায়ণগঞ্জে আপনারা কী করেছেন তা আমরা সব জানি। আপনাদের কোন কোন নেতা ওসমান পরিবারের মঞ্চে দাঁড়িয়ে জিন্দাবাদ দিয়েছে, তাদের সাথে হাত তালি দিয়েছে, তাও আমরা জানি। কিন্তু তারপরেও বিএনপির উপর জুলুম-নির্যাতনের বিরুদ্ধে ছিলাম, আমরা প্রতিবাদ করেছি, আপনাদের প্রতি আমরা সহনশীলতা দেখিয়েছি। কিন্তু আপনারা যদি মনে করেন, সেই পতিত স্বৈরাচারের ফেলে যাওয়া সাম্রাজ্য আপনারা দখল করে নিবেন, তাহলে ভুল করছেন।”

এই সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, খেলাঘর আসরের সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নূরউদ্দিন আহমদ, বাসদের সদস্য সচিব আবু নাঈম খান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাবেক সভাপতি জাহিদুল হক দিপু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে সঞ্চালনা করেন সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।