সান নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুপ্তারা ইউনিয়নের বান্টি এলাকায় বৈঠকের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ১ মার্চ শনিবার সকাল সাড়ে ৮টায়।
এ ব্যাপারে উভয় পক্ষ থানায় পাল্টিা পাল্টি অভিযোগ দায়ের করেছেন। আহতদের অনেকে আড়াইহাজার উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বাকী কয়েকজনকে অবস্থা গুরুতর বিধায় ঢাকায় রেফার করা হয়েছে।
জানা গেছে, এলাকার খুঁটিনাটি বিষয় নিয়ে দলিল লেখক ওবায়দুল এবং জমির আলীর পুত্র সোহাগ গংদের মধ্যে বিরোধ চলছিল।
এ ব্যাপারে ২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে স্থানীয়ভাবে বান্টি মসজিদ সংলগ্নে বৈঠক বসলে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়। এর রেশ ধরে পরদিন শনিবার সকালে একই এলাকার হিন্দু বসবাসকারী এলাকার আখড়ার নিকট সোহাগ এবং ওবায়দুল হক পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের নারীসহ প্রায় ১৫ জন গুরুতর আহত হন।
আহতরা হলেন-শামীম (৩০), মোক্তার (৩৫), মাশকুর (৪৫), শিমু (২৮), রনি (৩৪), রাজা (৩৭), ওবায়দুল (৫০), সিরাজুল (৫৬), রবিউল (৩২), রাইয়ান (২৫), মোহসিন (২৯), আরিফুল ইসলাম (২০), ইমন (১৮), সিয়াম (১৭), ইকবাল হাসান (২৬)। এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।