ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনকে ৪ দিনের রিমাণ্ডে নিয়েছে ফতুল্লা থানা পুলিশ।
৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লা আমলী আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুমের আদালত রিমাণ্ড শুনানি শেষে ৪ রিমাণ্ড মঞ্জুর করেছেন।
সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনকে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে হামলার ঘটনায় ফতুল্লা থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আদালত সূত্রে জানায়, মাকসুদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। রিমাণ্ড শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।