ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের দৌলতপুর এলাকায় অবস্থিত দৌলতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটি গঠনের জন্য এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট কাজী মোহাম্মদ সুমন মিয়া।
তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তার পিতা মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য মরহুম কেএম ইদ্রিস।
গত ১৭ ফেব্রুয়ারী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর মো: আব্দুস সাত্তার মিয়া এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই এডহক কমিটির অনুমোদন করেছেন।
প্রজ্ঞাপনে অ্যাডভোকেট মোহাম্মদ সুমন মিয়াকে সভাপতি, মো: ইব্রাহীম মিয়াকে সাধারণ শিক্ষক সদস্য, মো: নজরুলকে অভিভাবক সদস্য ও মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবুল হাসনাত সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।
প্রজ্ঞাপনে এই এডহক কমিটির মেয়াদ ৬ মাস পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়। এ মেয়াদে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে মোহাম্মদ সুমন মিয়া বলেন, আমার শ্রদ্ধেয় মরহুম পিতা কেএম ইদ্রিস এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, দাতা সদস্য। পিতার সুনাম অক্ষুন্ন রেখে মাদ্রাসাটি পরিচালনায় সকলের সহযোগীতা নিয়ে কাজ করবো ইনশাহআল্লাহ।
তিনি আরো বলেন, বিগত সময়ে আমরা ছাত্রদের পাশে থেকে ছাত্রদের জন্য কোন কাজ করার সুযোগ পাইনি। এখন সুযোগ আসছে। মাদরাসার ছাত্রদের জন্য কিছু করতে চাই। আমি যেন এই কাজ করতে পারি তাই সকলের কাছে দোয়া চাই।