সনমান্দি ইউনিয়নে এতিম শিশু ও সর্বস্তরের অংশগ্রহণে বিএনপির ইফতার

সান নারায়ণগঞ্জ

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের ঈমানেরকান্দী মাদ্রাসায় এতিম শিক্ষার্থী এবং সাধারণ জনগণকে সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল করেছে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন।

১৪ মার্চ শুক্রবার অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি শাফির উদ্দিন মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী মোহাম্মদ সুমন মিয়া, সনমান্দী ইউনিয়ন বিএনপি নেতা মাসুম বিল্লাহ সহ নেতৃবৃন্দ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।