তারেক রহমান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন: টিটু

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আদর্শনগর যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শুক্রবার ফতুল্লা থানাধীন আদর্শনগর বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও সমাজ সেবক আলী আহম্মেদের সভাপতিত্বে যুবদল নেতা শামীম আহমেদের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিথুন, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাদবর, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল আহমেদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, বিএনপি নেতা কামাল উদ্দিন, বিএনপি নেতা দুলাল ভূইয়া, বিএনপি নেতা মোহাম্মদ আলী, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, যুবদল নেতা নুরুল ইসলাম তেলা, যুবদল নেতা মাকসুদুল ইসলাম লিখন, ইমরান, ইব্রাহিম প্রমুখ।

অনুষ্ঠানে শহিদুল ইসলাম টিটু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বড় ধরনের আয়োজন না করে স্বল্প পরিসরে ইফতার আয়োজন করে সাধারণ মানুষের পাশে আহবান করা হয়। তারেক রহমানের নির্দেশ পালন করে দলীয় কার্যক্রম চালানো আমাদের নৈতিক দায়িত্ব। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।