সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের সোনারাগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ডের দেড় হাজার গরীব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আরো শতাধিক প্রতিবন্ধি পরিবারের মাঝে এক বস্তা করে চাল বিতরণ করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় থেকে পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সমাজ সেবক মাসুম রানার উদ্যোগে এসব ঈদ সামগ্রী ও চাল বিতরণ করা হয়।
২০ মার্চ বৃহস্পতিবার সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় পিরোজপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের অসহায় গরীব ও প্রতিবন্ধিদের এসব ঈদ সামগ্রী ও চাল ব্তিরণ করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।