সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ২১নং ওয়ার্ডের এনায়েতনগর ঋষিপাড়া মন্দিরে গভীর নলকুপ উদ্বোধণ করেন স্থানীয় কাউন্সিলর হান্নান সরকার। ১৮ শনিবার সকালে ঋষিপাড়া মন্দিরে এ গভীর নলকুপ স্থাপন করা হয়। এতে ১৫ লাখ টাকা ব্যয়ে এ নলকুপ স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সোনাকান্দা এলাকার সমাজ সেবক পানাউল্লাহ পানু, ঋষিপাড়া পুজা কমিটির সভাপতি সুনিল, রাজকুমার, জীবন চন্দ্র দাস, বিধান চন্দ্র দাস, হরি চন্দ্র দাস সহ সিটি কর্পোরেশনের কর্মচারীরা।
উদ্বোধনকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর হান্নান সরকার বলেন, প্রধান কয়েকটি সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে বিশুদ্ধ পানির সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে সিটি কর্পোরেশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তার ধারাবাহিকতায় একটি হচ্ছে ডিপ টিউবওয়েল স্থাপন। এতে করে উপকৃত হবেন ২১নং ওয়ার্ডের ঋষিপাড়া মন্দিরসহ এনায়েতনগরের সকল হিন্দু ধর্মাবলম্বী সাধারণ জনগণ। প্রায় ৩’শ পরিবারকে পানির চাহিদা পূরণ হবে। এই ডিপ টিউবওয়েলের মাধ্যমে এনায়েত নগরবাসী বিশুদ্ধপানি পান করতে পারবে।