নগরীতে ৫ শতাধিক এতিম ও অসহায়কে ঈদ উপহার দিলেন দিদার খন্দকার

সান নারায়ণগঞ্জ

রোটারিয়ান ও বিশিষ্ট রাজনীতিক দিদার খন্দকার নারায়ণগঞ্জ মহানগরীর পাঁচ শতাধিক এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার দিয়েছেন। ২৬ মার্চ বুধবার দুপুরে মহানগরীর দেওভোগ জান্নাত কনভেনশন সেন্টারে আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির প্রজেক্ট চেয়ারম্যান দিদার খন্দকারের উদ্যোগে এই উপহার দেওয়া হয়।

এখানে উল্লেখ্যযে, দীর্ঘদিন যাবত নারায়ণগঞ্জ মহানগরীর ১৪নং ওয়ার্ডের মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন দিদার খন্দকার। তিনি নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪নং ওয়ার্ডের সভাপতি। আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন তিনি।

ঈদ উপহার বিতরণকালে দিদার খন্দকার বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা আপনাদের জন্য ঈদ উপহার নিয়ে হাজির হয়েছি। ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে ও সামান্য উপহার দিতে পেরে খুব আনন্দ লাগছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, আগামীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। আমি সব সময় আপনাদের জন্য কাজ করে যেতে চাই। আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন।

আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশন ও রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির যৌথ আয়োজনে ৫শতাধিক এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি সহ জামা দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির সভাপতি মশিউর রহমান সাকির, চার্টাড প্রেসিডেন্ট কামরুল হাসান, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ইব্রাহিম রাজু, সাধারণ সম্পাদক ধঞ্জয় কুমার জয়, শাহেন সরকার, সাদেজা মুন্নি, আবু সিদ্দিক নূর, রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল মজিদ, শাহিন সরকার, শাহিনা দিদার, পারভেজ আলম, রিপন খান,রাজিব পাশি, আরিফুল ইসলাম প্রমুখ।