গণঅভ্যত্থানে সোনারগাঁয়ের নিহত ও আহতদের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

সান নারায়ণগঞ্জ

বিগত সাড়ে ১৫ বছর বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্ব বরণকারী নেতাকর্মী এবং ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ ও আহত সদস্যদের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

২৮ মার্চ শুক্রবার বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান শহীদ পরিবার ও আহতদের পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

নিহত ও আহতদের পরিবারের মাঝে সোনারগাঁয়ের ইয়াসিন মিয়ার ছেলে নিহত জনি, সালাউল্লাহর ছেলে মেহেদী, সালে আহমেদের ছেলে ইমরান হাসান, হাসানের ছেলে হযরত বিল্লাল এবং আহত আমিনুল ইসলাম, আল আমিন, শাকিল, শাহিন কবির, আনোয়ার, নাঈম মোল্লা, মোঃ জাহাঙ্গীর, মোঃ রোকনুজ্জামান, সিফাতুজ্জামান, ঈসমাইলের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

এ ছাড়াও আহতদের মাঝে স্বৈরাচারী সরকারের সময় নিহত মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা ফারুক, সনমান্দী ইউনিয়ন যুবদল নেতা মাহাবুবের পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন আজহারুল ইসলাম মান্নান।