‘রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে শামীম ওসমানের দোসরদের ষড়যন্ত্র’

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান পালিয়ে গেলেও তার দোসররা এখনো নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

২৭ এপ্রিল রবিবার দুপুরে ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সম্প্রতি তার বিরুদ্ধে করা মানববন্ধন ও অপপ্রচারের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়।

লিখিত বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট একটি চক্র পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। রইসউদ্দিন নামের এক ব্যক্তির মাধ্যমে ভিত্তিহীন অভিযোগ এনে আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চালানো হয়েছে। অথচ মানববন্ধনে আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ দেখাতে পারেনি।”

তিনি আরও বলেন, “সম্প্রতি ফতুল্লার হোসেন টেক্সটাইল মিলের অগ্নিকাণ্ডের ঘটনায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। অথচ মামলার চার্জশিটভুক্ত আসামির তালিকায় আমি নেই। বরং আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীরা ওই ঘটনায় জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

রিয়াদ মোহাম্মদ চৌধুরী দাবি করেন, “আমি ব্যবসায়ী এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার রাজনীতি সম্পূর্ণ গণতান্ত্রিক ও সংগঠনের নিয়ম মেনে পরিচালিত। যারা ষড়যন্ত্র করে আমাকে বিতর্কিত করতে চায়, তারা আসলে আওয়ামী লীগের এজেন্ট।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের ইতিহাস বলে, যখনই বিএনপি শক্তিশালী হয়েছে, তখনই আওয়ামী লীগ ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আমাদের লক্ষ্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন: ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, সহ-সভাপতি হানিফ কবির, সুমন আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, সহ-প্রচার সম্পাদক কামাল আহমেদ, মিলন টালি, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল খালেক টিপু, সদস্য সচিব সালাউদ্দিন রানা, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল আমিন, তাতীদলের সভাপতি ইউনুস মাস্টার, সাধারণ সম্পাদক ইমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল আমিন ও রূপম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল আমিন প্রমূখ।