কৃষকের পক্ষে দাবি নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির স্মারকলিপি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। ২১ মে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহর হাতে ওই স্মারকলিপি তুলে দেন বিএনপির নেতারা।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম ও সেক্রেটারি এটিএম কামালের নেতৃত্বে মহানগর বিএনপির নেতাকর্মীরা এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানের সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা বলেন, সারা দেশে সরকারি দলের নেতা-কর্মীরা সারা দেশে সিন্ডিকেটের মাধ্যমে ধান ক্রয়ের ব্যবসা নিয়ন্ত্রণ করে নিজেদের ইচ্ছামত দামে কৃষককে ধান বিক্রি করতে বাধ্য করছে। কৃষকরা ন্যায্যমূল্য না পেয়ে রাগে দুঃখে নিজেদের ফলানো ফসল নিজেরা জালিয়ে দিচ্ছে। ফসল চাষের পুজি ফেরত না আসায় অনেক কৃষক অনাহারে দিন কাটাচ্ছে। তারা অবিলম্বে সকল সিন্ডিকেট ভেংগে দিয়ে কৃষক যেন সরাসরি ন্যায্য দামে ধান বিক্রয় করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জোরালো দাবী জানান। সেই সাথে সাথে পাটকল শ্রমিকদের ন্যায্য পাওনা মজুরি কমিশন ঘোষিত বকেয়া বেতন ঈদের পুর্বেই প্রদান করার দাবী জানান।

এসময় মহানগর বিএনপির সভাপতি ও সেক্রেটারি ছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, মনিরুল ইসলাম সজল, শহর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু সহ অন্যান্য নেতাকর্মীরা।