জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই: এমএ রশিদ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বন্দরে দৈনিক বিজয় পত্রিকার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে শনিবার বন্দরের শাহীমসজিদ এলাকার বন্দর সাধারণ পাঠাগারের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী চেয়ারম্যান বন্দর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সভাপতি কাজিম উদ্দিন প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে এমএ রশিদ বলেন, দৈনিক বিজয় পত্রিকা আমাদের বন্দরবাসীর জন্য আর্শিবাদ স্বরুপ। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে এ পত্রিকা কল্যাণ বয়ে আনবে। এই পত্রিকার মাধ্যমেই আমরা রাজনীতিবিদরা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে সোচ্চার হতে পারি। স্বাধীনতার স্বপথে বলিয়ান হয়ে বিজয় পত্রিকা সমাজ সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রত্যাশা করি।

তিনি আরো বলেন, আপনাদের মাধ্যমেই আমাদের ভূল, ত্রুটি, সফলতা ইত্যাদির মাধ্যমে গঠনমূলক আলোচনা হয়। আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আমাকে বন্দর উপজেলাবাসীর সেবার জন্য সুযোগ দিয়েছেন। আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন বন্দরের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি।

দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, নারায়ণগঞ্জ-১ পল্লিবিদুৎ সমিতির বন্দর জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম, দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন, দুর্নীতির আখড়ার পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, আলোর তরীর সম্পাদক মিকাইল ইসলাম রাজ, সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, আওয়ামীলীগ নেতা শাহজাহান মোল্লা, বন্দর থানা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আরিফ, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এম আর হায়দার রানা, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি পলি বেগম, রেফারেন্স সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ মিতু মোর্শেদ, নিউজ বন্দর ২৪ ডট কমের প্রকাশক ও সম্পাদক শেখ আরিফুল ইসলাম ও মাসিক পত্রিকা মায়ের আচল সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর প্রমূখ।

বন্দর উপজেলা যুবলীগ নেতা সামছুল হাসানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালিমা হোসেন শান্তা, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ারুল হক, সাংবাদিক শেখ ইলিয়াস, অগ্রবাণী প্রতিদিন পত্রিকার সাংবাদিক শাহরিয়ার ইমন, দৈনিক সবার কন্ঠ পত্রিকার ফটো সাংবাদিক ইমদাদুল হক মিলন, মকবুল মেম্বার, ইউসুফ মেম্বার, মফিজ প্রধান, ১৯নং ওয়ার্ড যুবলীগ নেতা সোহেল ও চলচিত্রলীগ নেতা দেলোয়ার হোসেন মদীল প্রমূখ।