সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামীলীগ নেতা শহিদ হাসান মৃধা ও জাতীয় পার্টির নেতা আজিজুল ইসলামের বাড়ী সহ ৪৯টি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। ২৬ মে রবিবার দুপুরে সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায় নারায়ণগঞ্জ-১ এর পল্লীবিদ্যুৎ সমিতি।
এ সময় বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পাড়ায় নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের সোনাকান্দা কবরস্থান রোড এলাকার বাড়িতে ৫টি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অপরদিকে বন্দর থানা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদ হাসান মৃধার বাড়িতে অভিযান চালিয়ে ১৫মাস বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারনে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়াও নাসিক ২১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুৎ সমিতি মোবাইল কোর্ট অভিযানে ৪৯টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ও ১টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে।
পল্লীবিদ্যুৎ সমিতির মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন বন্দও পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খান।
এ সময় তাকে সহযোগীতা করেন পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আবদুল মজিদ, জুনিয়র ইঞ্জিনিয়ার মোস্তাক আহমেদ ও বন্দর থানা পুলিশের এএসআই জালাল সহ তার সঙ্গীয় ফোর্স।