সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ ও র্যাব-১১ এর পৃথক অভিযানে ২’শ ৯০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ২৭ মে সোমবার রাতে মাদক বিরোধী অভিযানে এদের গ্রেপ্তার করা হয়।
মাদক ব্যবসায়ীরা হলো- বন্দর থানার মদনপুর আন্দিরপাড় এলাকার নুরুল ইসলামের ছেলে ইমরান হোসেন, পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার মৃত আলীনুর মিয়ার ছেলে ইকবাল হোসেন ওরফে নিখিল বাবু ও মিনার বাড়ী এলাকার বাদশা মিয়ার ছেলে বানু বেগমের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল্লাহ।
জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি টিম নবীগঞ্জ খেয়া ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে র্যাব-১১ এর ডিএডি ফরিদুর রহমানের নেতৃত্বে ১৮০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইমরানকে গ্রেপ্তার করে।
অপরদিকে বন্দর থানা পুুলিশের এসআই হুমায়ুন ও এএসআই নজরুল ইসলামের নেতৃত্বে মদনপুর ইউনিয়ন আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ১০পিস ইয়াবাসহ আব্দুল্লাহকে গ্রেপ্তার করে।
একই রাতে পৃথক অভিযানে বন্দর থানার এসআই আবু তালেব ও মোহাম্মদ আলীর নেতৃত্বে পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার চিহিৃত মাদক ব্যাবসায়ী ইকবাল হোসেন নিখিলকে ১০০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করে। আসামিদের ২৮ মে মঙ্গলবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।