সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ আইন কলেজের ২০১৭-১৮ সেশনের এলএলবি ব্যাচের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় একটি চাইনিজ রেস্তোরায় এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি বলেন, যারা ২০১৭-১৮ ব্যাচের এলএলবি শিক্ষার্থী রয়েছেন সকলের কাছে আমার আহ্বান থাকবে আপনারা অ্যাডভোকেট হোন বা না হোন নিজেদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। আরেকটি বিষয়ে ইফতারের পূর্ব মুহুর্তে সকলের কাছে আমার আহ্বান থাকবে, যারা প্রকৃত মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইন শিক্ষার্থীরাই সবার আগে আওয়াজ তুলবে বলে বিশ্বাস করি।
এতে প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, আইন কলেজের প্রভাষক অ্যাডভোকেট রবিউল আমিন রনি, দৈনিক অগ্রবাণী পত্রিকার আইন উপদেষ্টা ও আইন শিক্ষক অ্যাডভোকেট নজিবুল্লাহ বিপু, ওয়ার্ল্ড টেরোরিজম অরগানাইজেশন বাংলাদেশ চাপ্টার নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ফাহিম এমিল, জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সজিব রায় অভি ও সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ সাগর।
এলএলবি ব্যাচ ২০১৭-১৮ এর ছাত্র সবুজের সঞ্চালনায় এবং মেহেদী হাসান শান্তর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- আইন কলেজ ছাত্র সংসদের ভিপি এমএম হাসান, জিএস আমজাদ ছাড়াও এই সেশনের ছাত্র ছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন- অপুর্ব, শুভ, কিবরিয়া, সবুজ, মামুন, সালাউদ্দিন, অভিজিৎ, সুমা, এনি, বিথী, শাহীদা,তুলসী ও নুসরাত প্রমূখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তরিকুল আসলাম শাওন এবং দোয়া পরিচালনা করেন মেহেদী হাসান।