সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের কালাপাহাড়িয়া এলাকায় আমিনা বিবি নামের এক ৭০ বছরের বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে আসামি জমির আলী।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, ২৯ মে বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির এর আদালতে নিজের দোষ স্বীকার আমিনা বিবিকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে জানিয়ে মর্মে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে আসামি জমির আলী। আদালত আসামির জবানবন্দি শেষে আসামিকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করেন।
জানাগেছে, গত ৫ মে আড়াইহাজারের কালাপাহাড়িয়া এলাকায় ৭০ বছরের একজন বৃদ্ধা আমিনা বিবিকে পুুড়িয়ে হত্যা করা হয়। তিনি কালাপাহাড়িয়া উলুকান্দী গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।
ওই ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিজয় কৃষ্ণ কর্মকার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া এলাকার ইজারিকান্দি গ্রাম থেকে হাজির আসামি মো: জমির আলীকে গ্রেপ্তার করেন। জমির আলী হাজিরটেক এলাকার আব্দুল মালেকের ছেলে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার) বলেন, অপরাধ করে কোন অপরাধী পার পাবেনা। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।