সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে টিপুরদী এলাকায় সড়ক দূর্ঘটনায় আব্দুর রহিম নামের এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। ৩০ মে বৃহস্পতিবার দুপুরে দ্রুতগামী একটি অজ্ঞাত বাসের চাপায় তিনি মারা যান। পরিবারের কোন অভিযোগ না থাকার কারনে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার টিপুরদী এলাকা থেকে মোগরাপাড়া চৌরাস্তায় যাত্রী নিয়ে বৃহস্পতিবার দুপুরে যাচ্ছিল অটো চালক। এসময় ঢাকা থেকে চট্টগ্রামগামী দ্রুতগামী একটি বাস অটোরিক্সাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে অটোরিক্সা চালক আব্দুর রহিম মারা যায়। নিহত আব্দুর রহিম ভোলার তমুজুদ্দিনের মোল্লা পুসকুন গ্রামের বাসিন্দা। তিনি সোনারগাঁয়ের তাজপুর এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করতেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাইয়ুম আলী সরদার জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় তার স্ত্রীর কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।