মহানগর বিএনপি ঈদ সামগ্রী দেয় নগরীতে, সজল গেল আড়াইহাজারে!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নিজ সংগঠনের রাজনীতি ছেড়ে এখন আড়াইহাজারে গিয়ে রাজনীতি করছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল। মহানগর বিএনপির কমিটি গঠনের পর দুচারটি কর্মসূচিতে সজলকে দেখা গেলেও তিনি নিয়মিত আড়াইহাজারে গিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের পক্ষে রাজনীতি করছেন।

৩০ মে মহানগর বিএনপি যখন গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন তখন এখানে উপস্থিত না হয়ে সজল উপস্থিত হয়েছেন আড়াইহাজার আজাদের ইফতার ও দোয়া মাহফিলে। এর আগে জাতীয় নির্বাচনেও সজল তার নিজ আসনের প্রার্থীর পক্ষে কাজ না করে আড়াইহাজারে গিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।

জানাগেছে, ৩০ মে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ মিশনপাড়ায় হোসিয়ারী মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে গরীব দুঃস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এতে মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সেক্রেটারি এটিএম কামাল সহ অন্যান্য শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকলেও কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল উপস্থিত ছিলেন না।

তবে একইদিন আড়াইহাজারে কথিত ‘আড়াইহাজার বিএনপি ও অঙ্গসংগঠন’ ব্যানারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন মনিরুল ইসলাম সজল। যেখানে নজরুল ইসলাম আজাদ প্রধান অতিথি ছিলেন। এ অনুষ্ঠানে আড়াইহাজার বিএনপির কমিটির কোন নেতারা উপস্থিত ছিলেন না। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুকে অনেক আগেই অব্যাহতি দিয়েছিল বিএনপি। হাবু সেখানে উপস্থিত থাকলেও মুল দলের নেতারা ছিলেন না।

এর আগে গত বছরের ১৪ মে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন নজরুল ইসলাম আজাদ। ওইদিন কেন্দ্র ঘোষিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা ও মহানগরীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। কিন্তু আদালতপাড়ায় নজরুল ইসলাম আজাদের পাশে গিয়ে নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিলেও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে উপস্থিত হননি মনিরুল ইসলাম সজল।

তবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনিরুল ইসলাম সজল স্বপদে বহাল রয়েছেন কিনা জানতে চাইলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, হ্যা, অবশ্যই সে কমিটিতে রয়েছে।

তাহলে মহানগর বিএনপির কর্মসূচিতে না এসে একইদিন আড়াইহাজারে গিয়ে কর্মসূচি পালন করলেন মনিরুল ইসলাম সজল এ কারন কি জানতে চাইলে তিনি বলেন, ‘হয়তো সেখানে তার দাওয়াত ছিল। তাই গিয়েছে। দাওয়াত থাকলে যেতেই পারে।’

কিন্তু একইদিন মহানগর বিএনপির কর্মসূচিতে না এসে আড়াইহাজারে গিয়ে বিএনপির কর্মসূচি পালন সেটা কতটুকু যুক্তিসংগত জানতে চাইলে এটিএম কামাল বলেন, তবে নিজ সংগঠনের কর্মসূচিতে অংশগ্রহণ থাকবে সবার আগে। নিজের সংগঠনের কাজ শেষ করে আমাকে অন্য কোথাও দাওয়াতে যেতে হবে এঁটাই হওয়া উচিত।’