সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব-১১) এর অভিযানে নারয়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ৩১ মে শুক্রবার বিকেলে র্যাব-১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, ৩১ মে রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরী বাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র্যাব-১১ এর অভিযানে নারায়গঞ্জের ফতুল্লার মাদক ব্যবসায়ী মোঃ সানিক আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে ১১০পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ফতুল্লার ফাজিলপুর এলাকার সামসুল হকের ছেলে মাদক ব্যবসায়ী আটককৃত মোঃ সানি। মাদক ব্যবসা তার একমাত্র পেশা। সে দীর্ঘদিন যাবত কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবার চালান অভিনব কায়দা ও সুকৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ৩টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।