শেখ হাসিনার সরকার বারবার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে: সুমন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও আড়াইহাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন বলেছেন, ‘শহীদ প্রেন্সিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। শেখ হাসিনার সরকার বারবার সেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। দেশে আজ গণতন্ত্রের ছিঁটে ফোঁটাও নেই। ভোটারবিহীন আওয়ামীলীগ সরকারের মন্ত্রী, এমপিরা কথায় কথায় গণতন্ত্রের বলে গলা ফাঁটায়। তাদের মুখে গণতন্ত্রের বুলি মানায় না। তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছে। দেশে আজ একব্যক্তির শাসন চালু করা হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলার ইলুমদী এলাকায় ৩১ মে শুক্রবার বিকেলে আড়াইহাজার থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান সুমন এসব কথা বলেন।

এ সময় সুমন তার বক্তব্যে আরো বলেন, আইনের শাসন না থাকায় সারাদেশেই আজ নারী ও শিশু নির্যাতিত হচ্ছে। শেখ হাসিনার কিছু দলবাজ পুলিশ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্য মামলা দিয়ে হয়রানি করছে। রমজান মাসেও বিএনপির শত শত নেতাকর্মী কারাগারে আটক রয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার সাজানো মামলায় ‘গণতন্ত্র’ মুক্তি আন্দোলনের মাতা বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে। রাজপথে আন্দোলনের মাধ্যমেই তাকে জেল থেকে মুক্ত করা হবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির শত শত নেতাকর্মী অংশ নেন। জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। মাহমুদুর রহমান সুমনের উপস্থিতিতে এই অনুষ্ঠানে আড়াইহাজার বিএনপি নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।

থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাসেম ফকিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির নেতা মঞ্জুর হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক শরীফ হোসেন, হাইজাদী ইউনিয়ন বিএনপি নেতা আজিজুল ইসলাম, আড়াইহাজার পৌর বিএনপির সেক্রেটারি মাসুদুর রহমান মাসুদ, খাগকান্দা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামাল হোসেন, বিএনপি নেতা রুহুল আমিন, জেলা যুবদল নেতা, শব্দর আলী, তৌহিদুর রহমান তৌহিদ, এম এ জাহিদ হাসান মন্টু, আনোয়ার হোসেন, হাইজাদী ইউনিয়ন যুবদলের সাবেক সেক্রেটারি সোহেল খান, ছাত্রনেতা মাহমুদুর রহমান তুষার, হাসিবুর রহমান শান্ত, রুহুল আমিন, টুটুল আহমেদ, ছিদ্দিক মিয়া, মাসুদ রানা, কামাল, সবুজ মিয়া প্রমূখ। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি জহিরুল ইসলাম।