সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা ছাত্রদল নেতাদের নামের একটি তালিকা জমা দেয়া হয়েছে। তবে এই নামের তালিকায় কোন নেতা কি পদ প্রত্যাশি সেটা উল্লেখ করা হয়নি। যার বিবেচনা জেলার নেতৃবৃন্দের হাতে ছেড়ে দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির হাতে ছাত্রদলের নেতাদের নামের ওই তালিকাটি তুলে দেয়া হয়। জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে আড়াইহাজার উপজেলা ছাত্রদল নেতাদের নামের একটি কমিটির খসড়া মশিউর রহমান রনির হাতে তুলে দেয়া হয়।
ওই খসড়া কমিটিতে নাম রাখা হয়েছে- শরীফুল ইসলাম টুটুল, ফারুক হোসেন, সমির, সোহাগ, রুহুল আমিন, মোল্লা মোহাম্মদ তুষার মিয়া, ফরহাদ হোসেন শান্ত, সুমন মিয়া, জে.বি আর, রিপন মিয়া, শান্ত মিয়া, হিমেল, ওয়ালিউল্লাহ, আবুল হাসান, আশরাফুল, বশির, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ রতন, মোহাম্মদ সজল, আলমগীর হোসেন, রুহুল আমিন, মোহাম্মদ জুয়েল, সুজয় রহমান, রাজিব, জামান হোসেন ও মাহাবুব। তবে পরবর্তীতে আরও কিছু নেতাদের নাম দেয়া হতে পারে বলেও জানা গেছে।
আড়াইহাজার থেকে ছাত্রদল নেতাদের নামের তালিকা জমা দেয়ার বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি বলেন, আমার কাছে আড়াইহাজার থেকে ছাত্রদলের নেতাদের নামের একটি তালিকা দেয়া হয়েছে। আমরা যাচাই বাছাই করে অচিরেই সেখানে কমিটি ঘোষণা করব।
এদিকে জানাগেছে, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আড়াইহাজারে ছাত্রদলের কোন কমিটি হয়নি। যে কারনে এখানে ছাত্রদলের রাজনীতি গতিশীল হচ্ছেনা। জেলা ছাত্রদলের কমিটি গঠন করার পর এখানে দাবি ওঠেছে উপজেলা ছাত্রদলের কমিটি। যদিও আড়াইহাজার থেকে জেলা ছাত্রদলের কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ উল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন রফিকুল ইসলাম। আড়াইহাজারের পদবিহীন ছাত্রদলের নেতারা বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করে হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন। তারা এখন ত্যাগের মুল্যায়ন চায়। তাদের দাবি পরীক্ষিত ত্যাগী ও যোগ্য নেতাদের হাতেই দেয়া হোক আড়াইহাজার উপজেলা ছাত্রদলের কমিটি।