সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:
“আপনার বা আপনার সন্তানের অপ্রয়োজনীয় কাপড় দিয়ে যান, ‘আপনার বা আপনার সন্তানের প্রয়োজনে নিয়ে যান’। দিয়ে গর্ববোধ করবেন না, ‘নিতে লজ্জা পাবেন না।” উক্তিগুলোর পাশেই একটি কাপড় রাখার আলমারি। আর সেই আলমারিতে সারি সারি সাজানো রয়েছে পুরনো কাপড়। মানুষের সেবা করার পাশাপাশি মনুষ্যত্বের জাগরণের জন্যই ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা টিপু সুলতান।
নারায়ণগঞ্জের ফতুল্লা শিবু মার্কেট এলাকায় অয়ন ওসমানের পক্ষে টিপু সুলতানের উদ্যোগে ‘মনুষ্যত্বের জাগরণ’ মঞ্চটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল প্রধান ও সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু।
‘মনুষ্যত্বের জাগরণ’ মঞ্চটি উদ্বোধন শেষে টিপু সুলতানের উদ্যোগে অসহাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক নেতা নিয়ামুল আল কাফি নিসান, সায়েম, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা হিমেল।
প্রধান অতিথির বক্তেব্যে শেখ সাফায়েত আলম সানি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সোনার দেশ গড়তে চাইলে সোনার মানুষ চাই। আর সেই সোনার মানুষ হল ছাত্রলীগ। ছাত্রলীগের কর্মীরা পদ-পদবীর আসা না করে মানুষের সেবায় নিয়োজিত থাকেন। কিছু নব্য আওয়ামীলীগার ও নব্য ছাত্রলীগ যারা করেন তারা দলকে প্রশ্নবিদ্ধ করতে বিতর্কিত কর্মকান্ড করছে। কিন্তু যারা প্রকৃত আওয়ামীলীগ ও ছাত্রলীগের রাজনীতি করেন তাদের মূল লক্ষ্যেই মানুষের সেবা করা।
‘মনুষ্যত্বের জাগরণ’ মঞ্চ উদ্বোধন ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা মোজাম্মেল ইসলাম সুজন, ফারুক প্রধান, ইমরান আহম্মেদ ইমন, সৃজন, ইমরান। সার্বিক সহযোগীতায় ছিলেন মাহাবুব আলম সুমন, ক্লিন্টন, পল্টন, শুভ, মাহিন, রাতুল, আরিম, আকাশ সোহাগ, রাব্বী।