ফতুল্লায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী দিল ছাত্রদল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আওতাধীন ফতুল্লা থানা ছাত্রদলের উদ্যোগে পবিত্র ইদুল ফিতর উপলক্ষ্যে গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিরতণ করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনায় ও কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়াও আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করে বক্তব্য রাখেন।

জানাগেছে, ৩ জুন সোমবার ফতুল্লার শিশুসদন এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার সামনে এসব ঈদ সামগ্রী বিরতণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম্এ আকবর ও প্রধান বক্তা হিসেবে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি উপস্থিত ছিলেন।

ফতুল্লা থানা ছাত্রদল নেতা সাগর সিদ্দিকীর সভাপতিত্বে থানা ছাত্রদল নেতা মুরাদ হোসেনের সঞ্চালনায় এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দীন বেপারী, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মিয়া মেম্বার ও ফতুল্লা ইউনিয়ন বিএনপি নেতা হাজী আক্তার হোসেন।

এসব ঈদ সামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা ছাত্রদল নেতা আরিফ হাসান, শাকিল আহম্মেদ, ফতুল্লা থানা শ্রমিকদল নেতা নয়ন আহম্মেদ, তাঁতীদল নেতা মতিন মিয়া, ছাত্রদল নেতা আরিফ, মাহফুজ, লেলিন, হৃদয়, রিয়াদ, পলাশ, জামাল, সুমন, নোবেল, বাবু, রুবেল, আল-আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।